শ্রীমঙ্গলে দুটি মশলা মিলকে ভোক্তার ৩৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৮ আগস্ট ২০১৯, ৫:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে দুটি মশলা মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার ভোক্তা অধিদপ্তর। আজ ৮ আগস্ট বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মৌলভীবাজার ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরি ও মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করাসহ বিভিন্ন অপরাধে শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোডে অবস্থিত সামাদ মশলার মিলকে ৫ হাজার টাকা ও সোনার বাংলা রোডে অবস্থিত বিপ্লব মশলার মিলকে ৩০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে তা আরোপ করা হয়।
জরিমানা আরোপ করে ও তা আদায় করার সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আল-আমিন।