তুরস্কে আনজুমানে আল ইসলাহর কমিটি গঠন
তুরস্কের সাথে মুসলিম বিশ্বের আবেগের সম্পর্ক জড়িয়ে আছে -আলহাজ হাফিয সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ৫ আগস্ট ২০১৯, ৩:৪৫ অপরাহ্ণ
যুক্তরাজ্যের সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ তুরস্ক সফরকালে এক অনুষ্ঠানে বলেছেন- তুরস্ক ইসলামি সভ্যতা ও সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন। এই তুরস্ক মুসলমানদের বীরত্বগাথা ইতিহাসের মায়াভূমি। ইসলামি শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র ও সংগ্রহশালায় ভরপুর। এই ভূমিতেই শুয়ে আছেন মদিনার আনসারী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী (রা.) সহ অসংখ্য আলেম, উলামা, ফকিহ, সূফি, দরবেশ-ওলিরা। তুরস্কের সাথে মুসলিম বিশ্বের আবেগের সম্পর্ক জড়িয়ে আছে।
গতকাল ৪ আগস্ট তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ডেরা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত আনজুমানে আল ইসলাহর কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন তিনি।
তিনি আরো বলেন, ইস্তাম্বুল বিজয়ী পঞ্চদশ শতাব্দীর উসমানী খিলাফতের সপ্তম খলিফা সুলতান মুহাম্মদ ফতেহ ছিলেন তাসাউফপন্থী মানুষ। তরীকায়ে নকশেবন্দীয়ার অনুসারী হানাফি মাজহাবের লোক। ইতিহাসে তুরস্কের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে। আবার এখানে জেগে উঠেছে ইসলাম। ইসলামি স্মৃতির সংগ্রহশালা দেখাতে এ মাটি মুসলমানদের এখানে টেনে আনবে।
আবু সাঈদ মো. সায়েমের পরিচালনায় অনুষ্ঠানের শেষপর্বে আনজুমানে আল ইসলাহ তুরস্ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে খায়ের আহমদ শাহানকে সভাপতি, শাহ আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক ও তানজিল আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি মো. দেলোয়ার হোসাইন, সহসাধারণ সম্পাদক শাহ শামিম আহমদ, নির্বাহী সদস্য, আবু সাঈদ মো. সায়েম, মো. আব্দুল করিম নয়ন, শাহ মহসিন ইসলাম, মো. আব্দুল মুনায়িম, মো. তাজুল ইসলাম, ফয়ছল আহমদ, তুহিন আহমেদ জাহেদ, ফজর আলি, মো. খলিলুর রহমান, জুবায়ের আহমদ, শাহিন আলম, মো. মনির হোসেন, শাহেদ আহমদ, মো. সাইফুল ইসলাম, মো. মাহবুব, মো. আশরাফুল হক, মো. জামাল হোসেন, মো. মাহফুজুর রশিদ, মো. রুহেল, মো. ওমর।
পরে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ, মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।