মৌলভীবাজারে ক্লাস চলাকালীন মশার ঔষধ স্প্রে, অসুস্থ ১২ স্কুল শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৩ আগস্ট ২০১৯, ৭:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলে ক্লাস চলাকালীন মশা নিধনের ঔষধ স্প্রে করায় ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষার্থীদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ ৩ আগস্ট শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মশা নিধনের জন্য ওই স্প্রে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়।
অসুস্থরা হলেন- ৮ম শ্রেণীর শিক্ষার্থী এমি, সানন্দ দত্ত, ইসমা, রিমা, মৌসুমি দত্ত, রিয়া দত্ত, তনিমা জান্নাত, শাহরিয়ার সাদি, প্রজ্ঞা চৌধুরী, সুমাইয়া, সৈয়দা ফাহিমা ও ৭ম শ্রেণীর সৈয়দা লাবিবা আহমদ।
এক অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক বলেন, মশা নিধন হোক কিন্তু আমাদের সন্তানদের ক্ষতি করে নয়। ঔষধ ছিটানোর আগে সংশ্লিষ্টদের এদিকে নজর দেওয়া উচিত ছিল।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, মশার ঔষধ স্প্রে করার কারণে যাদের আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল তাদের প্রথম একটু সমস্যা হয়েছে। আর অনেক শিক্ষার্থী ভয় পেয়েছে। যারা এসেছিল তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, শ্বাসকষ্টের সমস্যা ও আতঙ্কের কারণে কিছু শিশু ঘাবড়ে গিয়ে হাসপাতালে গিয়েছে। স্কুল চলাকালীন কোন আর মশার ঔষধ স্প্রে করা হবে না।