কুলাউড়ায় অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ৩ আগস্ট ২০১৯, ৬:১২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালেদ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ ডাকাতকে আগ্নোয়াস্ত্রসহ গতকাল (২ আগস্ট) শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাতদের ১০দিনের রিমান্ড চেয়ে আজ শনিবার ৩ আগস্ট মৌলভীবাজার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুলাই রাতে ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালেদ আহমদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এরপর থেকে ডাকাত আটকে পুলিশি তৎপরতা চলতে থাকে। তথ্যও প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সিলেট স্টেশন বাজার থেকে ডাকাতির মুলহোতা কামরুল ইসলাম খান (২৩) কে আটক করে। তার দেয়া তথ্যমতে হবিগঞ্জের আউশকান্দি থেকে আব্দুস সাত্তার ওরফে রাজ (২৬) কে আটক করা হয়।
আটককৃতদের দেয়া জবানবন্দিতে ডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র শর্টগান, ৪ রাউন্ড গুলি ও অনেকগুলো স্ক্র ড্রাইভার উদ্ধার করা হয়।
আটক কামরুল ইসলাম খান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের ইউছুফ খান ওরফে সাদ্দামের পুত্র। তার বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে। আটক আব্দুস সাত্তার ওরফে রাজু কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, আটককৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। কামরুলে বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা হয়েছে।