রাজনগরে নিখোঁজ চা শ্রমিককে উদ্ধারের দাবিতে মানবন্ধন
প্রকাশিত হয়েছে : ১ আগস্ট ২০১৯, ৬:০৮ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরের করিমপুর চা বাগানে হিরালাল কানু ডানকান (৫০) নামে চা শ্রমিক গত ৬ দিন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাজনগর থানায় সাধারণ ডায়রি করা হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গত ২৪ জুলাই সকাল ১০টার দিকে বাগান এলাকায় ঘাস কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। এর পরে বাগান ও আশপাশের বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়েও তাকে খোঁজে পাওয়া যায়নি। পরে হিরা লাল কানুর ভাতিজা সন্তুষ কানু রাজনগর থানায় সাধারণ ডায়রি করেন।
এদিকে হিরালাল কানুর উদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ ১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানের ফেক্টরী এলাকায় এ মানববন্ধন করা হয়। ‘সর্বস্থরের চা শ্রমিকদে’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে হিরালাল কানু ডানকান কে উদ্ধারও এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বক্তব্য রাখেন মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়া, ইউপি সদস্য বেলাল আহমদ, লংলা ভ্যালী সভাপতি শহিদুল ইসলাম, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গনেশ নাইডু ও হিরালাল কানুর মেয়ে কলেজ ছাত্রী জ্যোতি কানু প্রমুখ।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মোবাইলে ফোনে জানান, আমি এ ঘটনার তদন্তে করিমপুর বাগানেই আছি। আপনার সঙ্গে পরে কথা হবে।