মৌলভীবাজারে মশা মেরে ফগার মেশিন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১ আগস্ট ২০১৯, ৫:৪১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার শহরের প্রতিটি ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে পৌর মেয়র মো. ফজলুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক কার্যক্রম চলছে। সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গুজ¦রের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় মৌলভীবাজার পৌরসভার অর্থায়নে ৬টি মশা নিধন যন্ত্র ‘ফগার মেশিন’ কেনা হয়েছে।
আজ ১ আগস্ট দুপুর আড়াইটায় শহরের সার্কিট হাউজ প্রাঙ্গনে ‘ফগার মেশিন’ দিয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সরোয়ার আলম, সিভিল সার্জন শাহজাহান কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি। উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, মশা নিধনের যন্ত্র না থাকায় পৌরসভায় এই কার্যক্রম ছিলো না। ডেঙ্গু নির্মূলের জন্য সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে মেশিন ক্রয়ের অর্ডার দেয়া হয়। কিন্তু মেশিনের চাহিদা বেশী থাকায় তা পেতে বিলম্ব করছিল। শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান শেষে মেশিনের ধূয়া মৌলভীবাজারে উড়ল’।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মৌলভীবাজারসহ সাড়া দেশ কারোর পক্ষে একা পরিচ্ছন্ন করা সম্ভব নয়। এর জন্য জনসাধরণকে সচেতন হতে হবে। সবাইকে সম্মিলত কাজ করতে হবে।