মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের অবৈধ পলিথিন উদ্ধার, ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৯, ৬:১০ অপরাহ্ণ
মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারের আল আমিন স্টোরে অভিযান চালিয়ে উৎপাদন নিষিদ্ধ ৫শ কেজি পলিথিন উদ্ধার করে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফখরুদ্দিনের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণ পেয়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে।
জানা যায়, মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারের মেসার্স আল আমিন স্টোরে উৎপাদন নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগ পায় জেলা পরিবেশ অধিপ্তর। গত মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তর ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে অধিদপ্তরের পরিদর্শক ফখরু উদ্দিন জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেছার আহমদ ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রমাণ সাপেক্ষে উৎপাদন নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক তা আদায় করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (ক) লংঘনের দায়ে এই রায় দেন আদালত। একই সাথে উদ্ধারকৃত ৫শ কেজি পলিথিন জব্দ করা হয়।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা ভ্রাম্যমান আদালত পরিচালনায় জরিমানা আদায় ও উদ্ধার করা অবৈধ পলিথিন জব্দ করার কথা নিশ্চিত করেছেন।