মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নতুন এসপি ফারুক আহমদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৯, ৬:৪৬ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার ফারুক আহমদ কর্মদিবসের দ্বিতীয় দিনে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ ৩০ জুলাই মঙ্গলবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসপি ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সারওয়ারুল আলম, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম।
মতবিনিময়কালে নবাগত এসপি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূল কার্যক্রমকে অব্যাহত রাখতে পুলিশ তৎপর থাকবে।
এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের যেসব আইন জানা প্রয়োজন তা জানাতে চেষ্টা করবো, প্রবাসীদের নিরাপত্তার জন্য বিট পুলিশিং বেগবান করা হবে এবং সর্বোপরী মৌলভীবাজারের সব থানাকে জনবান্ধব হিসাবে গড়ে তোলা হবে।