ডেঙ্গু জ্বর প্রতিরোধে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৯, ৫:২৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুলাই মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে পৌর কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজারের ডিসি নাজিয়া শিরিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহজাহান কবির চৌধুরী, বিএমএ সভাপতি ডা. সাব্বির হোসেন খান, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রত্নদীপ বিশ্বাস।
মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহজাহান কবির চৌধুরী বলেন, জ্বর হলে অবহেলা করা যাবে না। মনগড়া ঔষধ সেবন করা যাবে না। অবহেলা করে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগ থেকে পাঠানো নির্দেশ মোতাবেক জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে।
বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা জানান, সিভিল সার্জনের নির্দেশ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ কমিয়ে ৫শ টাকা নির্ধারণ করা হয়েছে।