খালিশপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৯, ৮:৩১ অপরাহ্ণ
সংবাদদাতা ::
ট্রু ফিলিংস্ (বি.এফ.এফ) সোস্যাল অরগানাইজেশনের উদ্যোগে ও খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদরাসার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুলাই শনিবার সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গনে সংগঠনের আজীবন সদস্য মুজিব আযহারের সার্বিক তত্বাবধানে ও প্রোগ্রাম চেয়ারম্যান হাসানুজ্জামান খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করা হয়। এসময় ১০০ জন প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান করার আগ্রহ প্রকাশ করেছেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, শিক্ষক শেখ কাদের আল হাসান, রাইট টার্গেট গ্রুপ অব বাংলাদেশের কার্যকরি সদস্য নাহিদুর রহমান ও এল.টি.সি সোস্যাল গ্রুপের পরিচালক কাওছার আহমদ, ট্রু ফিলিংস্ (বি.এফ.এফ) সোস্যাল অরগানাইজেশনের সদস্য ফয়ছল আহমদ কাওছার, সৈয়দ আব্দুল বাসিত, রাজ আহমদ, হাছান মো. ইয়াহ্ইয়া, নাকিব হাসান হাদী, জাহিদ হাসান সুভন, এম.এইচ হাসান, রুমেল আহমদ, সৈয়দ আব্দুল হান্নান, নাঈম হোসাইন, মোহাম্মদ নাঈমুর রহমান, জায়েদ তালুকদার, আব্দুল কাদির মামুনসহ মাদরাসা তালামীযের নেতৃবৃন্দ।