ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৬:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের সামাজিক সংগঠন ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার রায়পুর উচ্চ বিদ্যালয়ে আজ ১৩ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে।
ইসকসের সম্পাদক রাজন আহমদের পরিচালনায় এবং সভাপতি মাও. ফয়জুল ইসলামের সভাপতিত্বে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সংস্থার উপদেষ্টা বকসী মিছবাহুর রহমান, উপদেষ্টা খায়রুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা এমদাদুর রহমান রেনু, রায়পুর উচ্চু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রকিব চৌধুরী, সংস্থার উপদেষ্টা জুনেদ আহমদ চৌধুরী, মাও. গোলাম হোসেন, মুহিব খান, জুমেল আহমদ খান, জালাল উদ্দিন খান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সভাপতি আখলু মিয়া, সংস্থার বাৎসরিক দাতা সদস্য আহমদুর রহমান খান টিপু, লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল মাও. শফিকুল আলম সুহেল, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি এম. এ রাজ্জাক, সংস্থার প্রবাসী সদস্য নজরুল ইসলাম, সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক রাজন আহমদ রাজু, আলী রাব্বি রতন, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, সহকারী কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক কয়েছ, সহ প্রশিক্ষণ সম্পাদক দুলাল আহমদ, অফিস সম্পাদক মুর্শেদ খান রাফি, সহ-প্রচার সম্পাদক নাঈম আহমদ, পাঠাগার সম্পাদক ইশফাক খান সাদ, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহফুজুর রহমান রুমান, কৃষি সম্পাদক আজমল আহমদ, ক্রীড়া সম্পাদক বায়জীদ আহমদ তানভীর, সহ-ক্রীড়া সম্পাদক সজিবুর রহমান, সদস্য মিনহাজুল ইসলাম মাছুম, আজমল প্রমুখ।
চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বুশরা আক্তার, সহকারী অফিসার বদরুল ইসলাম এবং অঞ্জন দেব নাথ।
ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে ৪০০ শত মানুষকে চোখের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ২১ জনকে চোখের ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত ২১ জনকে পরবর্তীতে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে।