মৌলভীবাজার সরকারি কলেজে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৪:০৮ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
মৌলভীবাজার সরকারি কলেজের সৈয়দ মুজতবা আলী মাঠে বুধবার সকালে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী।
শরীরচর্চা শিক্ষক মোছা. নুরুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফয়েজ আহমদ, ইতিহাস বিভাগের জাকির হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের শাকির আহমদ খান ও ব্যবস্থাপনা বিভাগের ঋষিকেশ ধর।
এসময় উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তারেকুজ্জামান ভুইয়া, ব্যবস্থাপনা বিভাগের মহির উদ্দিন, ইতিহাস বিভাগের আবু ইউছুফ মো. সাজ্জাদ আলী, প্রভাষক জিয়াউর রহমান, রিপন কুমার সিংহ, মো. মামুনুর রশিদ ও শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ (অপু)।
উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে হিসাববিজ্ঞান বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। ১৬টি বিভাগের শিক্ষার্থীরা খেলায় অংশ গ্রহণ করবে।