৪ শহীদের স্মৃতিরক্ষায় মৌলভীবাজার জেলা পরিষদের ৪ লাখ টাকা বরাদ্দ
প্রকাশিত হয়েছে : ৪ জুলাই ২০১৯, ৬:৪৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
৪৮ বছর পর ৪ শহীদের স্মৃতিরক্ষায় এগিয়ে এসেছে মৌলভীবাজার জেলা পরিষদ । মৌলভীবাজার সদর উপজেলার কামালপুরে মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সমরে শহীদ হওয়া তিন ইপিআর সদস্যের স্মৃতিরক্ষায় নির্মিত হবে স্মৃতিসৌধ। ১৯৭১ সালের ২৯ এপ্রিলে শহিদ হন তারা। অপরদিকে মুক্তিযুদ্ধে ২৭ মার্চ শাহবন্দরে সম্মুখ সমরে শহীদ জমির স্মরণে কামালপুর এলাকার একটি রাস্থার নামকরণ ও শহীদদের কবর সংস্কার করা হবে। এইখাতে ৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মৌলভীবাজার জেলা পরিষদ।
আজ ৪ জুলাই বৃহস্পতিবার) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুরে সম্মুখ সমরস্থল ও শহীদদের কবর পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। জাতির শ্রেষ্ট সন্তান বীর শহীদদের কবর পরিদর্শন শেষে স্থানীয় কামালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এ বিষয়ে এক মতবিনিময় সভা করেন। জেলা পরিষদ চেয়ারম্যান ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মুখ সমরস্থল স্মৃতি সৌধ নির্মাণ, তিন শহীদের নালিউড়ি সড়কের কবর সংস্কার ও কামালপুর-রাধানগর সড়ককে শহীদ জমির সড়ক নামকরণ করে স্মৃতি ফলক লাগানোর ঘোষণা দেন।
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান এই সূর্যসন্তানদের স্মৃতি রক্ষা কার্যক্রম পরিচালনার জন্য তিনি জেলা পরিষদের তহবিল থেকে ৪ লাখ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, জেলা জাসদ সভাপতি আব্দুল হক, সদর উপজেলা কমান্ডার আনসার আহমদ, সাবেক কমান্ডার হারুনূর রশীদ, মো. মকবুল হোসেন, জেলা আ’লীগ সদস্য আকবর আলী, আপ্পান আলী, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।