মৌলভীবাজারে গণতান্ত্রিক মহিলা সমিতির সভা
প্রকাশিত হয়েছে : ৪ জুলাই ২০১৯, ৩:৫০ অপরাহ্ণ
প্রেসবিজ্ঞপ্তি ::
জাতীয় গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও চাল, ডাল, তেল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের মূল্য কমানোর দাবি করা হয়েছে। গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক দেলোয়ারা বেগমের সভাপতিত্বে ৩ জুলাই সন্ধ্যায় মৌলভীবাজারের কালেঙ্গা এলাকায় অনুষ্ঠিত সভা থেকে এই দাবি জানানো হয়।
সভায় সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে বলেন, যখন বিশ্ববাজারে গ্যাসের মূল্য কমছে, পার্শ¦বর্তী দেশে সিলিন্ডার গ্যাসের মূল্য কমানো হয়েছে সেই সময় সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যতিত সর্বক্ষেত্রে গ্যাসের মূল্য রেকর্ড পরিমান বৃদ্ধি করেছে। যার প্রভাব শিল্প উৎপাদন, পরিবহণ ব্যয়, বাড়িভাড়াসহ সর্বক্ষেত্রে পড়বে। দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনসাধারণের কাছে এই বর্ধিত মূল্যে বোঝা মরার উপর খাড়ার ঘায়ের শামিল।
আম্বিয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির প্রচার সম্পাদক মো. শাহজাহান আলী, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য ময়োয়ারা বেগম, কাঞ্চননেসা, রূমা বেগম, মমতাজ বেগম, ফিরোজা বেগম, শ্রমিকনেতা গিয়াস উদ্দিন, মাহমুদুর রহমান, খোকন মিয়া, ইদ্রিস মিয়া, মালু মিয়া প্রমুখ।
সভায় দেলায়ারা বেগমকে সভাপতি, আম্বিয়া বেগমকে সাধারণ সম্পাদক ও হারিজা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটি পূণঃগঠন করা হয়।