কমলগঞ্জে খামারে মাছের পোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ৪ জুলাই ২০১৯, ২:৩৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলায় মৎস্যজীবী সমিতির লিজকৃত একটি খামারে ২শ’ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বুধবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর পুকুরে এসব মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।
জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এর আওতায় কমলগঞ্জ উপজেলার ২০১৮-২০১৯ অর্থ বছরে পুণঃখননকৃত তিলকপুর পুকুরে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. ইমদাদুল হক।
এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্ল্যার সভাপতিত্বে মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. মেন্দি মিয়া। অনুষ্ঠানে ২০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা ও ২ মে. টন মাছের খাবার বিতরণ করা হয়।