মৌলভীবাজারে এনটিভি’র ১৭ বছরে পদার্পন অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৩ জুলাই ২০১৯, ৬:৩৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ১৭তম বর্ষে পদার্পন করায় মৌলভীবাজারে র্যালি ও আলোচনা সভার আয়োজনা করা হয়। আজ ৩ জুলাই বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এনটিভির মৌলভীবাজার স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ সালাম।