মৌলভীবাজারে গণধর্ষণ মামলার প্রধান আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১ জুলাই ২০১৯, ৮:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদরের আথানগিরি গ্রামের কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামী রাব্বি (২৮) মিয়া পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে। আজ ১ লা জুলাই সোমবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুন ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে দাদীর কাছে রেখে মা আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। রাতে মেয়েটি দাদীর পাশে ঘুমাচ্ছিল। আসামীরা রাতের আঁধারে ঘরের বেড়া কেটে দাদীর পাশ থেকে তাকে তুলে নিয়ে গণধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় সদর উপজেলার কাগাবাল গ্রামের মৃত রব্বান মিয়ার ছেলে রাব্বি মিয়া (২৮) ও ওয়াতির আলীর ছেলে জাহিদ মিয়া (৩০) কে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন মামলার প্রধান আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চত করে জানান, মডেল থানা পুলিশ ও র্যাব-৯ শ্রীমঙ্গলের যৌথ অভিযানে সোমবার তাকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি আরো জানান, আসামী বর্তমানে পুলিশ হেফাজতে আছে। আগামীকাল (মঙ্গলবার) আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে।