কমলগঞ্জে ভাইরাস জ্বরে ঘরে ঘরে আক্রান্ত শিশুরা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে ঘরে ঘরে ছোট বড় পুরুষ-মহিলা ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে বৃদ্ধ ও শিশুরাই বেশী। এ ভাইরাস জ্বরের সাথে রয়েছে সর্দি, কাশি মাথাব্যথা। ঘরের একজন আক্রান্তের পর বাড়ির সবাইকে রোগের প্রকোপে পড়তে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এক সপ্তাহ ধরে হাসপাতালে দৈনিক গড়ে ৩৫ থেকে ৪০ জন ভাইরাস জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে। আক্রান্ত রোগী রফিক মিয়া, ফাতেমা বেগম জানান, অতিরিক্ত গরমের কারণে এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত হয়ে বিছানাবন্দি ছিলাম। এভাবে আগে জ্বরের আক্রমন দেখা যায়নি। জ্বরের কারণে শরীর দূর্বল হয়ে পড়েছে। ঠিকমতো হাঁঠাচলা করতে পারছি না। মাথায় খুব ব্যথা, সাথে সর্দি-কাশি আছে।
এ জ্বরে হঠাৎ করে আক্রান্ত হওয়ার পর পরই শরীর দুর্বল হয়ে পড়ে। সাথে সর্দি, কাশি, নিউমোনিয়ার সৃষ্টি হয়। এন্টিবায়োটিক খাওয়া পর্যন্তও কাজ করছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট চেম্বারগুলোতে ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীদের চাপ অনেক বেড়েছে। তবে জ্বরের পেছনে কারণ হিসেবে বিরূপ আবহাওয়াকেই চিহ্নিত করেছেন চিকিৎসকেরা।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুন্না সিন্হা জানান, এটি মূলত ভাইরাসজনিত জ্বর। জ্বরে আক্রান্ত রোগীর হাাঁচি ও কাঁশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ার কারণে ঘরে ঘরে জ্বরের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এই ধরণের জ্বর সাধারণত ২-৩ দিন অতিবাহিত হয়। জ্বর হলে প্রথমত প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবনের পরামর্শ দেন তিনি।