ভোক্তার অভিযান
মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, ১টি সাময়িক বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৯, ৬:৪১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারি পরিচালক তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া নি¤œমানের মানের হলুদ ও মরিচের গুড়ার সাথে রং মিশানো, ধানের কুড়ার সাথে রং মিশিয়ে মরিচের গুড়া নাম দিয়ে বিক্রয় করার অপরাধে শাহ খোয়াজ (র.) রাইছ মিলকে সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়।
মৌলভীবাজারের সদর উপজেলার কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, জুগীডর রোড, সিলেট রোড, কুচারমহলসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজ ২৬ জানুয়ারি এই জরিমানা করেন। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
এই অভিযানে সহযোগিতা করেন র্যাব-৯ এর ফোর্স। অভিযানকালে কোর্ট রোডে অবস্থিত খোকন মিট হাউজকে ৫ হাজার টাকা, সেলিম মিট হাউজকে ৫ হাজার টাকা, পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত নাগ স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানিয়েছেন অভিযানে মাংসের নিধার্রিত মূল্য থেকে বেশি দামে বিক্রয় করা, নিষিদ্ধ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করা হয়। এছাড়াও সিলেট রোড, কুচারমহল নামক স্থানে অবস্থিত শাহ খোয়াজ (র.) রাইছ মিলে নি¤œ মানের হলুদ ও মরিচের গুড়ার সাথে রং মিশানো, ধানের কুড়ার সাথে রং মিশিয়ে মরিচের গুড়া নাম দিয়ে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে উক্ত প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয় এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনায় ৫২ প্রকারের খাদ্য পণ্য বাজার থেকে প্রত্যাহারমূলক কার্যক্রম অনুসারে নাগ স্টোর থেকে বেশ কিছু খাদ্য পণ্য ধ্বংস করা হয়।