স্বাধীনতার ৪৮ বছরেও নির্মান হয়নি একটি সেতু
কুশিয়ারা নদীর উপর সেতুর দাবি রাজনগর ও বালাগঞ্জের মানুষের
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৯, ৬:২৫ অপরাহ্ণ
রাজনগর-বালাগঞ্জ উপজেলার সংযোগ কুশিয়ারা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি রাজনগর ও বালাগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষের। স্বাধীনতার ৪৮ বছরে অনেকবার এই সেতুর দাবিতে দুই উপজেলার মানুষ সোচ্চার হলেও দাবি পূরণ হয়নি। বিভিন্ন সরকারের সময় এমপি-মন্ত্রীরা সেতু নির্মাণের আশ^াস দিলেও বাস্তবায়ন হয়নি। স্কুল-কলেজে পড়–য়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পাড়ি দিতে হয়। অনেক সময় বিভিন্ন মালামালের পাশাপাশি মোটরসাইকেল পারাপার করা হয়। বর্ষা মৌসুমে নদীতে প্রবল ¯্রােত থাকে। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও এ অঞ্চলের মানুষ অবহেলার শিকার হয়েছেন।
এছাড়া রাজনগর-খেয়াঘাট সড়কে একাধিক স্থানে ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রায় একমাস ধরে ওই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন কুশিয়ারা তীরবর্তী রাজনগর ও বালাগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ। এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের সুদৃষ্টি কামনা করে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল ২৪ জুন সোমবার বিকেলে স্থানীয় খেয়াঘাট বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সচেতন নাগরিক সমাজ রাজনগরের সভাপতি সাংবাদিক আহমদউর রহমান ইমরান, আওয়ামীলীগ নেতা বখতিয়ার উদ্দিন আসুক, খেয়াঘাট বাজারের ব্যবসায়ী আজমান আজিজ, রুমেন আহমদ, রুবেল আহমদ, সালেহ আহমদ, অটোরিক্সা সভাপতি রিপন আহমেদ, সিএনজি সভাপতি জিলু আহমদ, সাবেক সভাপতি হেলাল আহমেদ, আলী আহমেদ, মাইক্রোবাস চালক সমিতির সভাপতি জসিম আহমদ প্রমুখ।