লন্ডন প্রবাসী হাজী আবুল কাসেমকে মৌলভীবাজারে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৯, ৭:৪৫ অপরাহ্ণ
লন্ডন প্রবাসী, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার উপদেষ্টা হাজী আবুল কাসেমকে সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজার লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসা কর্তৃপক্ষ। আজ ২৩ জুন রোববার মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, উত্তরমুলাইম মল্লিক সরাই আলিম মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা রুহুল আমিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাব, মৌলভীবাজার জেলা তালামীযের সহসাধারণ সম্পাদক রাজন আহমদ, মো. রেদোয়ানুল ইসলাম, লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার হিফয বিভাগের প্রধান হাফিয এনামুল হক।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করেন অতিথিরা।
উল্লেখ্য, হাজী আবুল কাসেমের গ্রামের বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে। তিনি বিশিষ্ট দানবীর মরহুম হাজী নাইওর মিয়া ছেলে। সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদের ভগ্নিপতি। জন্মসূত্রে বৃটিশ নাগরিক। তিনি সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার জন্মলগ্ন থেকে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এছাড়া যুক্তরাজ্যে বিভিন্ন ইসলামি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।