মৌলভীবাজারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৯, ৪:০২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৩ জুন রোববার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে শহরের কুসুমবাগ এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়াম্যান কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল প্রমুখ।