কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৯, ৫:০৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের দূর্গাপুর গ্রামে দিঘীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৬ জুন রবিবার দুপুর পৌনে ১টায় ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মুন্সীবাজার লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আহবায়ক কবি নিখিল কান্তি গোস্বামীর ছোট ছেলে তীর্থ গোস্বামী (৮) বাড়ির লোকজনের অজান্তে পার্শ^বর্তী দিঘীতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে দিঘীর পাড়ে তার পরনের জুতা দেখে পরিবারের সদস্য ও এলাকাবাসী জাল দিয়ে খোঁজেন।
এক পর্যায়ে তীর্থকে পাওয়া গেলে দ্রæত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এবিএম সাজেদুল কবীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।