কুলাউড়া বিএনপির এক দশক পর আয়োজিত সম্মেলন স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৯, ৪:৪৪ অপরাহ্ণ
প্রায় এক দশক পর কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আজ ১৫ জুন শনিবার কাউন্সিল উপলক্ষে ব্যানার ফেস্টুনে সয়লাব হয়েছিল ভেন্যু। কাউন্সিলাররাও নেতা নির্বাচনে ভোট দিতে ছিলেন প্রস্তুত। কিন্তু বিকাল ৩টার কাউন্সিল দুপুর ২টায় স্থগিত করে দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। এতে হতাশ আয়োজকসহ উপজেলা বিএনপির তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় অনিবার্য কারণবশত কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আবেদ রাজা বলেন, জেলা বিএনপি আমাকে ডেকে নিয়ে আজকের কাউন্সিল বাতিল ঘোষণা দিয়ে আমার হাতে একটি প্রেসরিলিজ ধরিয়ে দেয়া হয়েছে। এতে উজ্জীবিত উপজেলা বিএনপি সহ আমরা মর্মাহত হয়েছি। আমি আহবায়কের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি জেলা বিএনপির সভাপতির পদত্যাগ দাবি করছি।