শ্রীমঙ্গলের গণমাধ্যম প্রতিনিধিবৃন্দের সাথে সনাকের সমন্বয় সভা
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৯, ৪:৩৬ অপরাহ্ণ
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করণের লক্ষ্যে শ্রীমঙ্গলে স্থানীয় সাংবাদিকদের সাথে সনাকের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল সনাক কার্যালয়ের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সহ সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার পারভেজ কৈরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে দীপেন্দ্র ভট্টাচার্য সমন্বয় সভার মূল উদ্দেশ্য তুলে ধরেন।
তিনি বলেন, শ্রীমঙ্গল বিভিন্ন খাতে সনাকের পর্যবেক্ষণ, অর্জন, প্রত্যাশা ও সীমাবদ্ধতা আছে। একে গণমাধ্যম প্রতিনিধিবৃন্দকে সাথে নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, জনমত সৃষ্টি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরী।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সাংবাদিক মো. কাওছার ইকবাল, বিকুল চক্রবর্তী, সৈয়দ ছায়েদ আহমদ, শামীম আক্তার হোসেন, মো. মামুন আহমদ, রজত শুভ্র চক্রবতী, সৈয়দ সালা উদ্দিন, আবু জার বাবলা, সাজন আহমদ রানা, মো. আব্দুর শুকুর, সনাক সদস্য অয়ন চৌধুরী, জলি পাল, শাহ আরিফ আলী নাসিম ও পুষ্পিতা খাস্তগীর প্রমুখ।