শ্রীমঙ্গলে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৯, ৭:৫৭ অপরাহ্ণ
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::
শ্রীমঙ্গলে সামাজিক সম্প্রীতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ জুন মঙ্গলবার বিকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের রাজঘাট চা বাগানের পঞ্চায়েত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশ, ইউকেএইড ও ইন্টারস্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেম (আইএফইএস) আর্থিক সহযোগীতায় এ কর্মশালার আয়োজন করে পিস প্রেসার গ্রæপ (পিপিজি) শ্রীমঙ্গল। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিজয় কুমার বুনার্জী।
কর্মশালায় উপস্থিত ছিলেন পিস প্রেসার গ্রæফ (পিপিজি) শ্রীমঙ্গল এর সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, এ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, কাজী আসমা, পিপিজি সদস্য দিলীপ কুমার কৈরী, পিয়ালী পেভসিনা, রাজঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অশোক ব্যানার্জী, যুগ্ম সম্পাদক মো. সেলিম আহমদ, ইউপি সদস্য সুমন কুমার তাঁর্তী, রাজঘাট পঞ্চায়েত এর সাধারণ সম্পাদক অনিল তাঁতী ও এনজিও কর্মী মানস মাদ্রাজী। কর্মশালাটি সার্বিক পরিচালনা করেন পিস প্রেসার গ্রæপ (পিপিজি) শ্রীমঙ্গল এর এ্যাম্বসেডর কাজী আসমা।
কর্মশালায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, শিক্ষক, বাগানের প্রতিটি পাড়ার সভাপতি, সম্পাদক, উপদেষ্টা সদস্য নারী উন্নয়ন কর্মী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩০ জন্য অংশগ্রহণ করেন। রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিজয় কুমার বুনার্জী বলেন, সামাজিক সম্প্রীতি বিষয়ক এ ধরণের অনুষ্ঠান প্রতিটি পাড়া মহল্লায় পরিচালনা করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান এবং এব্যাপারে তিনি সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।