রাজনগরে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তার ৭ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৯, ৪:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে আজ ১২ জুন ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে ঢাকা সিলেট রোডে অবস্থিত পারুল ডিপার্টমেন্টার স্টোরকে ১ হাজার টাকা, মসজিদ রোডে অবস্থিত কাজী খন্দকার পোল্ট্রি ফার্মকে ১ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত আনিসা ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত রয়েল ফুডসকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা ২০০৭ লঙ্ঘন করে পণ্য সামগ্রী বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করা হয়।