কমলগঞ্জে শিক্ষা বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৯, ৬:১৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬জন শিক্ষার্থীকে নগদ অর্থ শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
আজ ১০ জুন সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও আশেকুল হক ৪ জন ছাত্রীকে ৫ হাজার টাকা করে এবং ২জন ছাত্রকে ২ হাজার টাকা করে ২৪ হাজার টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।