কমলগঞ্জে অসহায় রোজাদারের মাঝে নগদ অর্থ প্রদান
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৯, ৪:৩৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে গরীব ও অসহায় ৫০ জন রোজাদারদের মাঝে ইফতার সামগ্রীর জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
গতকাল ২৫ মে শনিবার দুপরে শ্রীসূর্য্য রতেরটিলা বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ নগদ অর্থ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে দরিদ্র অসহায় ৪০ জনকে ইফতার সামগ্রী কেনার জন্য ৫শ টাকা ও ১০ জনকে ২শ করে ২২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাংবাদিক ফটিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পতনউষার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিকন্দর আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, শেখ আব্দুস সালাম, মো. ফারুক মিয়া। উপস্থিত ছিলেন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সহ-সভাপতি মো. লুৎফুর রহমান, প্রচার সম্পাদক ফইরাজ খান, সহ-প্রচার সম্পাদক মো. ফজলু মিয়া প্রমুখ।