বড়লেখায় বেদে সম্প্রদায়ের যুবকের উপর হামলা
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৯, ৯:০০ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বেদে সম্প্রদায়ের যুবকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
বুধবার (২২ মে) দুপুরে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, জায়গা নিয়ে উপজেলার বেদে সম্প্রদায়ের আব্দুস সাত্তর এর ছেলে সাহাব উদ্দিন সহ এই সম্প্রদায়ের লোকদের সাথে বিরুধ চলছে আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক ঝুনুর। এই বিরুধকে কেন্দ্র করে বুধবার দুপুরে একদল সন্ত্রাসী সাহাব উদ্দিনের উপর হামলা চালায়। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলায় মাথায় মারাত্বক আঘাত পায় সে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা সাহাব উদ্দিনকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সাহাব উদ্দিনের স্ত্রী সামছুন নাহার বলেন, আমার স্বামীকে সন্ত্রাসীরা নির্মমভাবে মেরেছে। এই ঘটনায় সে মাথায় আঘাত পেয়েছে।
তিনি বলেন, আমার স্বামীকে আব্দুল মালিক ঝুনুর ইন্ধনে মারা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই অন্যায়ের বিচার চাই।
অভিযোগের বিষয়ে বড়লেখা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মালিক ঝুনু বলেন, কে কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। আমি কেন তার উপর হামলা চালাবো? আমার উপর মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এই ঘটনায় সাথে আমার নূন্যতম কোন সংশ্লিষ্টতা নেই।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে শুনেছি। তবে কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।