মৌলভীবাজারে পরিবার পরিকল্পনা বিভাগের সাংবাদিক অবহিতকরণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৯, ২:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মৌলভীবাজারে পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধসহ নিরাপদ নারী মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।
আজ ২০ মে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মান্নান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল হামিদ মাহবুবসহ মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় সারাদেশে পরিবার পরিকল্পনার কার্যক্রমের উপর একটি সচিত্র প্রদর্শনী করা হয়। এতে বাল্য বিয়ের কূফল অনিরাপদ মাতৃত্ব, মাতৃ-মৃত্যু ও শিশু মৃত্যু রোধ, পরিকল্পিত পরিবার, জনসংখ্যা বৃদ্ধি সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, পরিকল্পিত পরিবার গঠনে মৌলভীবাজারে ৪৩টি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য উঠোন বৈঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের নিয়ে সভা, পেশাজীবীদের সাথে মতবিনিময় করা হয়েছে।