৬ মে মৌলভীবাজার প্রেসক্লাবের মাদক বিরোধী মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৪ মে ২০১৯, ৪:২৪ অপরাহ্ণ
মাদক নির্মূল ও মাদক-সন্ত্রাসীদের প্রতিরোধে আগামী ৬ মে সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশের সহযোগীতায় এই মতবিনিময় সভা সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের এমপি ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজর পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিছবাউর রহমান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল হামিদ মাহবুব।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সালেহ এলাহি কুটি মতবিনিময় সভা সফল করার জন্য জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্ংবাদিকসহ সর্বস্থরের উপস্থিতি কামনা করে বলেন, মাদক নির্মূল ও এর হাত থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।