শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৪ মে ২০১৯, ৩:৫২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে আজ ৪ মে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালমন্ডলীর সভাপতি মোঃ আব্দুল মোমিন। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন-প্রণব বৈদ্য, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আলমগীর মিয়া, আনসার সদস্য এহছান আহমদ, ক্বারী মোঃ আবুল কালাম আজাদ।
নুষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণির প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। ৪৮টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করে শিক্ষার্থীরা।