শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪ মে ২০১৯, ৩:০৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কর বিতরণ করা হয়েছে।
গতকাল ৩ মে শুক্রবার দুপুরের শ্রীমঙ্গল কলেজ রোডস্থ চারুকলা একাডেমী কার্যালয়ে দুর্নীদি দমন কমিশন (দুদক) এর সামাজিক সংগঠন শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর পক্ষ থেকে এ পুরস্কার বিতরণ করা হয়।
চারুকলা একাডেমীর সহযোগীতায় একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা, হরিপদ রায়, সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার, সদস্য প্রভাষক জলি পাল, মো. কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, চারুকলা একাডেমীর অধ্যক্ষ মিহির ভৌমিক, পরিচালক বকুল পাল প্রমুখ।
প্রতিযোগীতায় তিন গ্রæপে ১ম, ২য় ও ৩য় মিলিয়ে ১২টি পুরস্কার দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রায় ৭০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।