পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২ মে ২০১৯, ৯:৩০ অপরাহ্ণ
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে র্যালী, আলোচনা সভা ও সংশ্লিষ্ট বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার রাজঘাট ইউনিয়নের র্যানার স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও সংগঠন আইডিয়া এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী। র্যানার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনজিও সংগঠন আইডিয়া এর প্রোগ্রাম ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।