মৌলভীবাজারে মহান মে দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১ মে ২০১৯, ৫:৩৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর মৌলভীবাজারের আয়োজনে আজ ১ মে বুধবার মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন।
আজ বুধবার সকালে চা-শিল্প শ্রমকল্যাণ বিভাগ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবী ও রাজনৈতিক সংগঠন শহরে একটি বর্নাঢ্য র্যালী বের করে।
শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে সকল ধরনের গাড়ি নিয়ে সকাল সাড়ে ১০টায় শ্রমিক ইউনিয়নের সকল শাখা পৃথক র্যালি বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ উপলক্ষে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের সম্বনয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।