শমশেরনগর পঞ্চমোহনার দূরাবস্থা প্রসঙ্গে
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৯, ৭:৫২ অপরাহ্ণ
আব্দুস শহীদ সাগ্নিক ::
প্রাচীন শহর শমশেরনগর এর গুরুত্বপূর্ণ এলাকা শমশেরনগর পঞ্চমোহনা। সাম্প্রতিক এর বেহাল অবস্তায় সাধারণ জনগণ চলাফেরার ক্ষেত্রে সঙ্কটের মুখোমুখী। পাঁচটি গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগ মোহনা সমস্যায় জর্জরিত। এর একটি আন্তজার্তিক রাস্তার মর্যাদা নিয়ে শুল্ক সীমান্ত ত্রিপূরা রাজ্যের কৈলাশহরে গিয়েছে। একটি মৌলভীবাজার জেলা সদরের সাথে সম্পর্কিত। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর শ্রীমঙ্গল ছুঁয়ে রাজধানী ঢাকার সাথে সম্পর্কিত। অন্যটি উল্লেখযোগ্য জংশন স্টেশন কুলাউড়া ছুঁয়ে সিলেট-বড়লেখা-ব্রাহ্মণবাজার ও জেলা সদর মৌলভীবাজারের সাথে সম্পর্ক স্থাপন করেছে। পঞ্চমটি নগরের পূর্বদিগন্তে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান শাহীন কলেজ ছুঁয়ে শমশেরনগর চা বাগানের নানা ফাঁড়ি বাগান সমূহে সম্পর্ক স্থাপন করেছে।
নানা ব্যবসা প্রতিষ্ঠানের চাপে ও প্রচন্ড যানজটের কারণে ঐতিহ্যবাহী এ পঞ্চমোহনায় স্বাভাবিকভাবে পা ফেলা দুস্কর। তদুপরি শ্রীমঙ্গল-শমশেরনগর রাস্তা সংস্কারের জন্য ভাঙাচুরার কারণে আপাত দুর্বহ অবস্থার সৃষ্টি হয়েছে। তদুপরি শমশেরনগর পঞ্চমোহনার-ব্রাহ্মণবাজার রাস্তার উত্তরমুখী স্থানে একটি ড্রেন কালভার্টের অর্ধসম্পন্ন কাজের কারণে ও সংকট বৃদ্ধি করে রেখেছে। এই স্থানের রহিম ম্যানশনের সন্নিকটে প্রায় সময় বৃষ্টির জল ও ড্রেনের নোংরা পানির সমম্বয়ে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। অথচ অতি নিকটে উন্নয়নমুখী শমশেরনগর পুলিশ ফাঁড়ির অবস্থান এবং তারই সন্নিকটে প্রখ্যাত সব সাংবাদিকদের মিডিয়া সেন্টার ও সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের কার্যালয় রয়েছে। প্রসঙ্গত গুরুত্বপূর্ণ ও অগ্রসরমান শহরের প্রায় রাস্তার দূরাবস্থা উল্লেখ করার মতো ঘটনা।
সিলেট জোনের সিলেট, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া স্টেশনের পরেই সবচেয়ে বেশি রেভিনিউ প্রদানকারী শমশেরনগর স্টেশনটির দুরবস্থাও চোখে দেখার মতো বিষয়। চলমান নেতৃত্বের নানা গ্যাড়াকলে পড়ে জনগুরুত্বপূর্ণ এ স্টেশনটির অগ্রগতি স্থবির হয়ে রয়েছে। শমশেরনগর স্টেশনের পূর্ব ও পশ্চিম এলাকা জুড়ে কাঁচাবাজার ও প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা ইত্যাদির অবস্থান। মৌলভীবাজার জেলা সদর থেকে শুল্ক স্পট কৈলাশহর এর গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি স্টেশনের বুক চিরে চলে গেছে। যেকোন ট্রেন আসলেই জন এবং যানজটের কারণে প্রচন্ড অবস্থার সৃষ্টি হয়। দীর্ঘদিন থেকে এখানে একটি অভারব্রিজ স্থাপনের দাবি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তাবনা সত্তে¡ও রহস্যজনক কারণে বাস্তবায়িত হচ্ছে না। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে উক্ত সড়কটির দুরবস্থার কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। উন্নয়নের মহাধুমধামে এগুলো কেন অকার্যকর রয়ে যায়, ভুক্তভোগী জনগণের এক দারুন প্রশ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ নজর দেবেন তাই জনগণের প্রত্যাশা।