নাবিলা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৯, ৭:৩২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
নাবিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০ জন অসহায় দারিদ্র মহিলার মাঝে ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ এপ্রিল শনিবার সকাল ১১টায় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের নবীনগর শাহী ঈদগাহ্ সংলগ্ন নবীনগর মো. কলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
নাবিলা ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও যুব সংগঠক সামাজকর্মী শামীম আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীনগর গ্রামের বিশিষ্ট প্রবীন মুরুব্বী আলহাজ ইছমাইল মিয়া, সমাজসেবক সায়েক আহমদ, সিজিল মিয়া, নারিয়া আহমদ, কয়ছর আহমদ, প্রবাসী আব্দুল লতিফ ও রত্না বেগম।
আয়োজকরা জানান, মৌলভীবাজারের বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করে হতদরিদ্র ৩০টি পরিবারের মহিলাদের মাঝে এই সিলাই মেশিন বিতরণ করা হয়।