শ্রীমঙ্গলে শ্বশুরের বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে জামাতা
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৯, ৭:১৭ অপরাহ্ণ
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::
শ্রীমঙ্গল উপজেলা ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে শ্বশুর বাড়ী জ্বালিয়ে দিয়েছেন জামাই। গতকাল ২৭ এপ্রিল শনিবার ভোররাতে রুবি আক্তারের স্বামী আলতাফ মিয়া পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে ঘরের আসবাবপত্রসহ কাপড়চোপড়, গৃহস্থালি মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘টাকা নিয়ে তাদের মাঝে সমস্যা চলে আসছে দেড়-দুই মাস ধরে। এ নিয়ে গ্রামে বিচার সালিশও হয়েছে। পরে আলতাফ মিয়া তার স্ত্রী রুবি আক্তারকে বাবার বাড়ী পাঠিয়ে অন্য স্ত্রীকে নিয়ে সংসার করছেন।
এ বিষয়ে রুবি আক্তার বলেন, ‘আলতাফ মিয়ার সাথে আমার ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে আমার বাবার বাড়িতে থাকে। কিন্তু তার বাড়িতে একবারের জন্যও আমাকে নেয়নি। সামান্য ঝগড়ার জের ধরে সে আমার বাবার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
এদিকে আজ রবিবার বিকেল তিনটার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে আগুনে পুড়ে ছাই হওয়া সেই স্থানটি পরিদর্শনে যান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল। তিনি গ্রামবাসীর সাথে কথা বলেন এবং অভিযুক্ত জামাতাকে দ্রæত গ্রেফতার পূর্বক আইনের মুখোমুখি করার আশ্বাস দেন। তিনি দিনমজুর এই পরিবারকে একটি নতুন ঘর বানিয়ে দেওয়া আশ্বাস দিয়েছেন। এ সময় গৃহস্থালির তৈজসপত্র কেনার জন্য নগদ কিছু টাকাও তুলে দেন তিনি।