শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৯, ৫:২২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।
চলতি মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় শ্রীমঙ্গল উপজেলায় এবছর দুই হাজার ৫০০ জন প্রান্তিক-ক্ষুদ্র কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১৫ কেজি করে জিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।
এদিকে কৃষি প্রযুক্তি মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতির স্টল, মালচিং ও সেড পদ্বতিতে সব্জী চাষ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা স্টল, ভাসমান সবজী চাষ, ছাদে বাগান সৃজন, পাহাড়ের ঢালে ফল চাষ, সমন্বিত খামার ব্যবস্থাপনা স্টল, কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্রসহ মোট নয়টি স্টল স্থাপন করা হয়েছে।