মৌলভীবাজারে কোরাস সাহিত্য উৎসব
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৯, ৪:৪৬ অপরাহ্ণ
কবি সাহিত্যিকদের অংশগ্রহণে মৌলভীবাজারে কোরাস সাহিত্য উৎসব শেষ হয়েছে। এবার কোরাস সাহিত্য পদক পেয়েছেন কবি ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, কবি মোস্তাক আহমেদ দ্বীন ও কবি পুলিন রায়। গতকাল শুক্রবার শহরের পৌর জনমিলন কেন্দ্রে দিনব্যপী এই সাহিত্য উৎসবের উদ্বোধন করেন কবি রুবি রহমান। পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
‘এসেছি রোদ্দুরের স্নানে, জীবনের গানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো মৌলভীবাজারে অনুষ্ঠিত কোরাস সাহিত্য উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে কবি, সাহিত্যিকরা জড়ো হন। পর্বে পর্বে কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান ছিলো প্রানবন্ত। এবার সাহিত্যের তিন শাখায় তিনজনকে কোরাস সাহিত্য পদক প্রদান করা হয়। কথা সাহিত্যে আকমল হোসেন নিপু, কবিতায় মোস্তাক আহমেদ দ্বীন, লিটল ম্যাগে ভাস্কর সম্পাদক পুলিন রায় এবার পদক পেয়েছেন।
পরে কবি সুনীল শৈশবের সঞ্চালনায় উৎসবে স্বাগত বক্তব্য রাখেন কোরাস লিটলম্যাগ সম্পাদক কবি মুজাহিদ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি আসাদ মান্নান। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কবি আব্দুল মতিন, ছড়াকার শাহাদত বখশ শাহেদ।
কয়েক পর্বের এই সাহিত্য উৎসবে সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে ও হাসান ফেরদৌসের সঞ্চালনায় কবিতা পাঠ করেন কবি আবু সাঈদ রুপিয়ান, কবি নীলকণ্ঠ, কবি বিনেন্দু ভৌমিক, কবি জাহাঙ্গীর জয়েস, জহিরুল মিঠু, পুলক কান্তি ধর। পরে কবি মনিরুল মনিরের সঞ্চালনায় ‘লেখক সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন গাজী লতিফ, পুলিন রায়, ইসলাম রফিক, আহমদ সায়েম, কামরুল বাহার আরিফ। এছাড়াও কবিতা পাঠের দ্বিতীয় পর্বে কবি মাকিদ হায়দারের সভাপতিত্বে ও কবি রাজা শহিদুল আসলামের সঞ্চালনায় কবিতা পাঠ করেন কবি রুবি রহমান, কবি আসাদ মান্নান, কবি আবদুল হামিদ মাহবুব, কবি গাজী লতিফ, কবি মিনার মনসুর, কবি কামরুল বাহার আরিফ, কবি পুলিন রায়, সুুনীল শৈশব, জয়নাল আবেদীন শিবু, শিকদার ওয়ালিউজ্জামান, শায়েখ বখত শাহেদ প্রমুখ। সাহিত্য উৎসবে কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।