মৌলভীবাজারে ভোক্তার সাড়ে ৬ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৯, ৩:৫৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের শমসেরনগর রোডের ৩ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানে শহরের শমসেরনগর রোডের আনন্দ বেকারীকে ৩ হাজার, বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার এবং ইউনিক হাসপাতালের পাশে অবস্থিত সেলিম এন্টারপ্রাইজকে ৫ শত টাকাসহ মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।