পহেলা বৈশাখে মৌলভীবাজার সরকারি কলেজে মঙ্গল শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৯, ৪:২৬ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
পহেলা বৈশাখে মৌলভীবাজার সরকারি কলেজ মঙ্গল শোভাযাত্রা করেছে। রোববার সকাল ৯টায়় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কলেজের অধ্যক্ষ ড. মো: ফজলুল আলী ও উপাধ্যক্ষ সাইফুদ্দিন আহমদের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল হামিদ মাহবুব, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবনাথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফয়েজ আহমদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রফি উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ঋষিকেশ ধর, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ রায় চৌধুরী, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ জিয়াউর রহমান, শরীরচর্চা শিক্ষিকা মোছাঃনুরুননাহার, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ (অপু), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।