বড়লেখায় তুফানে গাছের ডাল পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৯, ৪:১৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বড়লেখায় ঝড়-তুফানের সময় গাছের ডাল ভেঙে পড়ে ষাটোর্ধ এক বৃৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নিমার আলী (৬০)। সে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গৌরনগর গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে। আজ ১৫ এপ্রিল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার উপর দিয়ে প্রচন্ড ঝড়-তুফান বয়ে যায়। এ সময় নিমার আলী বাড়ির উঠোনে ছিলেন। ঝড়-তুফানে আম গাছের একটি বড় ডাল নিমার আলীর উপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।