নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে কলেজ তালামীযের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৯, ৩:৪৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ফেনির সোনাগাজী সিনিয়র ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ ১৫ এপ্রিল সোমবার সকাল ১১টায়,মৌলভীবাজার সরকারি কলেজ তালামীযের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়ে়ছে।
মৌলভীবাজার সরকারি কলেজের সম্মুখে কলেজ তালামীযের সভাপতি দেলোয়ার হোসেন সিবারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা রেদোয়ানুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তালামীযের অর্থ সম্পাদক শফিউল আলম জুবেল, বক্তব্য রাখেন কলেজ তালামীযের সহসভাপতি ফজলু হাসান।
উপস্থিত ছিলেন কলেজ তালামীযের সহ-সভাপতি সভাপতি রুমান আহমদ রুমেল, সাংগঠনিক সম্পাদক রুহিন তালুকদার, মৌলভিবাজার টাউন কামিল মাদরাসা তালামীযের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনাগাজী সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পরিধান থেকে ইসলামের পরিচয় বহনকারী রাসুলের সুন্নাতি পোশাক খুলে নেওয়া হোক এবং দ্রুত হত্যার সাথে দোষীদের ফাঁসি কার্যকর করা হোক।