রাজনগরে স্কুল নিয়ে বিরোধ, মৌলভীবাজারে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৯, ৭:০৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরের টেংরা ইউনিয়নের একটি বিদ্যালয়ের নামকরণ নিয়ে দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করছে। এ বিষয় নিয়ে দুই পক্ষ একে অপরকে দায়ী করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। হয়েছে পাল্টাপাল্টি মামলাও।
আজ ১৩ এপ্রিল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন কমিটির সভাপতি আবুল ফয়েজ (ফয়েজ মাস্টার) সংবাদ সম্মেলন করেন। এর আগে রাজনগরের টেংরায় স্কুল কমিটির সভাপতি টেংরা ইউপির চেয়ারম্যান টিপু খানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চলতি বছরের প্রথম দিকে (৩১ জানুয়ারি) নবপ্রতিষ্টিত টেংরাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভায় শালন নিবাসী আমেরিকা প্রবাসী মো. আরজান খান বিদ্যালয়ের জন্য ৭৫ শতাংশ ভূমি দান করার সিদ্ধান্ত নেয়ায় বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামকরণের সিদ্ধান্ত হয় এবং পত্রিকায় নাম পরিবর্তনের বিজ্ঞপ্তিও ছাপা হয়। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টিপু খানসহ অন্যান্যরা পরবর্তীতে এর বিরোধীতা করে বিদ্যালয়ে আরজান খান নামের সাইনবোর্ড নামিয়ে ফেলেন এবং বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। এই ঘটনায় মৌলভীবাজার আদালতে পিটিশন মামলা দায়ের করেন বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন কমিটির সভাপতি আবুল ফয়েজ। এদিকে টেংরা ইউপি চেয়ারম্যানের নামে আদালতে চাঁদাবাজির মামলার পরে রাজনগর থানায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ এনে বিদ্যালয়ের পক্ষেও মামলা হয়েছে। শনিবার সকাল ১১ টায় টেংরা ইউনিয়নের সামনে চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন করা হয়েছে।
রাজনগরের টেংরা ইউপির চেয়ারম্যান টিপু খান বিদ্যালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে জানান, টেংরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য প্রকৃতপক্ষে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। কথা ছিলো সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত গৃহীত হবে কিন্তু আরজান খানের লোকজন কৌশল করে আমার অনুপস্থিতিতে নাম পরিবর্তনের প্রসঙ্গটি লিখে নেয়। তাড়াহুড়ো থাকায় আমি পুরো বিষয়টি পড়ে দেখিনি।