মাদরাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে তালামীযের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৯, ৬:১৫ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
ফেনীর সোনাগাজী ফাযিল মাদরাসার ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তালামীযে ইসলামিয়া মৌলভিবাজার টাউন কামিল মাদরাসা শাখা।
আজ ১৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সামনে ক্যাম্পাস তালামীযের সভাপতি আজিজুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়়দ শাহেদুল ইসলামের পরিচালনায়় মানববন্ধনে মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসা তালামীযের সাবেক সভাপতি মোঃ মামুনুর রশীদ, আফসার ইবনে রহিম, সহ সভাপতি শিহাবুর রহমান, সহসাধারণ সম্পাদক শাহ সামাউন কবির, সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান সাদিক।
উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মনসুর আলী, সহ প্রচার সম্পাদক মিলকান আহমদ, অর্থ সম্পাদক শেখ মাসুম সিদ্দিকী, অফিস সম্পাদক আইনুল হাসান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুরুদ আহমদ, হাফিজুর রহমান, আব্দুল আজিজ মনসুরসহ টাউন কামিল মাদরাসা তালামীযের কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা, দেশে ক্রমাগত বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ধর্ষক ও খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের দাবিসহ নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে ছাত্র-শিক্ষক, পেশাজীবীসহ সকল দলমতের নাগরিকবৃন্দকে একই প্লাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ারও আহ্বান জানান।