কমলগঞ্জে মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৯, ৫:১০ অপরাহ্ণ
কমলগঞ্জে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ এনিয়ে মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও প্রমাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এর বন ও পরিবেশ উপ-কমিটির আয়োজনে ও শমশেরনগর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আজ ১৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় এ প্রদর্শনী করা হয়।
বন ও পরিবেশের কমলগঞ্জ উপজেলার উপ-কমিটির সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নাজমুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার বজলুল হক। বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ উপ- কমিটির সদস্য মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দীন ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান।
বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, চেয়ারম্যান জুয়েল আহমদ, মুক্তিযুদ্ধা নির্মল দাস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, মুক্তিযুদ্ধা মান উল্যা, আব্দুল কদ্দুছ (কুদু), প্রধান শিমুল কান্তি পাল, ইউপি সদস্য রায়হান ফারুক, সৈয়দ ইসতিয়াক উদ্দিন বাবেলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।