মৌলভীবাজারে মুখে কালো কাপড় বেধে নুসরাত হত্যার প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৯, ৬:৫৭ অপরাহ্ণ
ফেনির সোনাগাজীর নুসরাত জাহান রাফির শ্লীলতাহানি ও পরবর্তীতে আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদে মৌলভীবাজারে ক্ষুদে সংস্কৃতিকর্মীরা মৌন মিছিল করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলার উৎসব নামে সংগঠনের নেতৃত্বে জেলা শহরে কালো কাপড় মুখে বেধে মিছিল করে। এটি স্থানীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের চৌমোহনা এসে শেষ হয়।
অন্যদিকে ছাত্রফ্্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের চৌমোহনা চত্বরে একই দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মৌন মিছিলে অংশগ্রহণ করে উদীচী শিল্পী গোষ্ঠি, ধ্রুবতারা, সাংস্কৃতিক ইউনিয়ন, খেলাঘর, রবিরশ্মি, আনন্দ ধ্বনি, নুপুর নিপ্পন, শব্দস্বর, গান পাঠশালাসহ অনেক সংগঠনের শিশু শিল্পীরা।
এ সময় তাদের সাথে ছিলেন সাংস্কৃতিক কর্মী মীর ইউসুফ, আব্দুল হাফিজ চৌধুরী ইমু, আব্দুর রবসহ অনেকে। ছাত্রফ্রন্টের কর্মসূচী পালনের সময় বক্তব্যপর্বে সভাপতিত্ব করেন বাসদ মহিলা ফোরামের সংগঠক বিপাশা দাশ গুপ্ত। জেলা ছাত্রফ্রন্ট সভাপতি মিটন দেব নাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব মোজাহিদ আহমদ, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান আনসারী, সরকারী কলেজ শাখার সভাপতি বিশ^জিৎ নন্দী ও ছাত্রফ্রন্ট নেতা সজীবুল হাসান তুষার।