জুড়ীতে ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৯, ৬:৪৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার উপজেলা রোড, পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানকালে উপজেলা রোডে অবস্থিত মেসার্স অলি মিয়ার খাদ্য ভান্ডারকে ১ হাজার টাকা, পোস্ট অফিস রোডে অবস্থিত মেসার্স দত্ত অটো রাইস মিলকে ৪ হাজার টাকা, হাজী আলফাজ আলি এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, ভবানীগঞ্জবাজারে অবস্থিত মেসার্স মা ইলেকট্রনিসকে ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।